ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
‘তারা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে। ‘আল্লাহর রহমতে আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। প্রতিটি ব্যাংকে টাকা আছে।’
মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এক চতুর্থাংশ স্বার্থান্বেষী মহল মানুষকে বিভ্রান্ত করতে চায়।
তিনি বলেন, আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ তৈরি করেছি, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে এটি ব্যবহার করছে।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বুদ্ধিজীবী এবং গণ্যমান্য ব্যক্তিদের একটি অংশ, যারা ‘সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন তাদের কঠোর সমালোচনা করেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘অনেক জ্ঞানী ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তিরা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তারা আমাদেরকে গণতন্ত্র নিয়ে তত্ত্ব ও উপদেশ দিচ্ছেন… অনেকে বলছেন যে তারা বুদ্ধিজীবী নন, বরং বুদ্ধি প্রতিবন্ধী।’
তিনি বলেন, ওই বুদ্ধিজীবীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা, মানি লন্ডারিং এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে সাজাপ্রাপ্ত আসামিকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমার প্রশ্ন, কেন এই ধরনের অপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে মানুষের অধিকার হরণ করার চেষ্টা?’
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের শক্তিতে বিশ্বাস করে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ‘ভোটারবিহীন’ নির্বাচন করার জন্য খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছিল।
ওই একতরফা নির্বাচনের পর জনগণের আন্দোলনের মুখে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাদের এটা ভুলে গেলে চলবে না।
আওয়ামী লীগ সভাপতি ছাত্রলীগের কর্মীসহ শিক্ষার্থীদের বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যাতে তারা উন্নয়নের ধারাবাহিকতায় অবদান রাখতে পারে।
রাজাকার, আলবদরসহ খুনি ও স্বাধীনতাবিরোধীরা যাতে কোনও দিন দেশে ক্ষমতায় আসতে না পারে সেজন্য তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের জনমত গড়ে তুলতে বলেন।
প্রধানমন্ত্রী ছাত্রলীগের মেধাবী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষাসহ তাদের পড়াশুনা যথাযথভাবে চালিয়ে যেতে এবং পিএসসি’র পরীক্ষায় বসতে বলেন, কারণ দেশ পরিচালনার জন্য একটি দক্ষ প্রশাসন প্রয়োজন।
তিনি বলেন, ‘আমাদের রাজনীতি দরকার আছে।একই সঙ্গে আমাদের দক্ষ প্রশাসন ও কারিগরি শিক্ষা দরকার।’ প্রতিটি জাতীয় সংকটের সময়, বিশেষ করে কোভিড-১৯ মহামারি এবং সিলেট অঞ্চলের সাম্প্রতিক বন্যায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে বিএনপি-জামায়াতের অপকর্মের কথা তুলে ধরুন: প্রধানমন্ত্রী
জাপানিজ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন প্রধানমন্ত্রীর: দেড় বিলিয়ন বিনিয়োগ ও লক্ষাধিক কর্মসংস্থানের প্রত্যাশা
১ বছর আগে