৫ স্তরের কঠোর নিরাপত্তা
ভারত-বাংলাদেশ ম্যাচ: ৫ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা
ঢাকায় দু’টি ওয়ানডে ম্যাচ শেষে চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১০ ডিসেম্বর) একটি ওয়ানডে এবং বুধবার (১৪ ডিসেম্বর) একটি টেস্ট অনু্ষ্ঠিত হবে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ওয়ানডে ও টেস্ট ম্যাচ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
খেলা চলাকালীন নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়। মোতায়েন থাকবে এক হাজার ৫০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
মহড়ায় দেখা গেল সাগরিকায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম মাঠে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। ধোঁয়ায় অন্ধকার চারদিক। সন্ত্রাসীদের বোমা হামলায় খেলোয়াড়রা দিগ্বিদিক ছোটাছুটি করে মাঠে শুয়ে পড়ে।
আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধন: সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে র্যাব
১ বছর আগে