ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
মেহেরপুরে ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বামন্দী এজেন্ট শাখায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকটির শাখার ভল্ট ভেঙ্গে থেকে ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরচক্র।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় ব্যাংকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে চোররা।
খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: চুরির কার্ড দিয়ে লটারি জিতে বিপাকে ফ্রান্সের বিখ্যাত চোরেরা
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে ততৃীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্টে ব্যাংকের গ্রীল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।
ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানিয়েছেন, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভোল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মরর্তরা সবাই চলে যান। আজ সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রীল কাটা দ্রুত ভল্টকক্ষে গিয়ে দেখেন ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরার ডিভিয়ারও নিয়ে গেছে চোররা। তবে, গ্রাহকের কোনো টাকা খোয়া যায়নি বলে জানান তিনি। গ্রাহকের লেনদেন ঠিকমত হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে, ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার ঘাটতি রয়েছে।
২৯ দিন আগে
৫ ইসলামী ব্যাংকে তারল্য সংকটে ৪০০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংকের সূত্র এ তথ্য জানিয়েছে, চলমান তারল্য সংকট মেটাতে বুধবার পাঁচটি ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে ৪০০০ কোটি টাকা বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে পাঁচটি ইসলামী ব্যাংক তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল। সেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। পাঁচটি ব্যাংকই এস আলম গ্রুপের।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক ইউএনবিকে বলেন, সুকুক বন্ড সুবিধার বিপরীতে ৪ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, সুকুক বন্ড সুবিধার আওতায় ইসলামী ব্যাংকগুলো প্রয়োজনে আরও টাকা নিতে পারে।
আরও পড়ুন: বছরে দুবার মুদ্রানীতি: বিবি
সূত্র জানিয়েছে যে যদিও বিবি গভর্নর এবং পাঁচটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা তাদের নিজ নিজ ব্যাংকে তারল্য সংকটের কথা অস্বীকার করেছেন, তারল্য ঘাটতি এখনও প্রতিদিনের লেনদেন ব্যাহত করছে।
সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত কমেছে ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকা। ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা।
ব্যাংকের একজন উপ-ব্যবস্থাপনা পরিচালক ইউএনবিকে বলেছেন, এর আগে এত দিন আইবিবিএল সব ইসলামী ব্যাংকে ঋণ দিয়ে আসছিল। কিন্তু, আইবিবিএল এখন অর্থের জন্য অন্য ব্যাংকে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সাম্প্রতিক ৩৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির পরে একদল লোক ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিয়েছে। এটি তারল্য সংকটের আরেকটি কারণ।
এই প্রেক্ষাপটে, পাঁচটি ইসলামী ব্যাংক হঠাৎ করে তারল্য সংকটের সম্মুখীন হয়েছে এবং নিয়মিত লেনদেনের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। কর্মকর্তারা বলছেন, এসব ব্যাংককে সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে।
কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেলেঙ্কারি নিয়ে এস আলম গ্রুপের কাছে আলাদাভাবে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: মানি চেঞ্জাররা নগদ ২৫ হাজার ডলারের বেশি রাখতে পারবে না: বিবি
ব্যাংকগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে এসিইউ লেনদেন বন্ধের নির্দেশ বিবি’র
৮৪৬ দিন আগে