নুডুলস পার্টি
ফিফা বিশ্বকাপ: ভোলায় নুডুলস পার্টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
ভোলার সদর উপজেলায় ফিফা বিশ্বকাপ খেলা উপলক্ষে নুডুলস পার্টির আয়োজন নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. হৃদয় (২১) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেওয়াখালী গ্রামে তাদের গ্রেপ্তার করা হয়।
আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হৃদয় উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেওয়াখালী গ্রামের মো. ইব্রাহীমের ছেলে। এ ঘটনায় পুলিশ বুধবার সকালে দুই জনকে আটক করেছে।
আরও পড়ুন: বন্ধুর হবু স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মসজিদের ইমামসহ গ্রেপ্তার ৩
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই গ্রামের রুবেলের দোকান এলাকায় ৩০ টাকা করে চাঁদা তুলে নুডুলস পার্টির আয়োজন করেন তালহা, আসিক, হৃদয় ও রুবেল নামে কয়েকজন যুবক। এতে অংশ নেয় ওই এলাকার আকবর, ইয়ামিন, মহিউদ্দিন, নয়ন, সাহাবুউদ্দিন ও অলি নামে কয়েকজন যুবক। এ সময় নুডুলস রান্নার জন্য লাকরি আনা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের কথা থাকলেও তা না হওয়ায় মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়। এদের মধ্যে হৃদয় নামে এক যুবককে গুরুতর অবস্থায় একটি পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ভোরের দিকে তার মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে মো. নয়ন (১৭), আব্দুল্লাহ (২৪), মহিউদ্দিন (২৩), লিটন (২২), সাহাবুদ্দিন (২০), মো. আশিক (২০) ও তালহা (২০) কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা এ পর্যন্ত দুই জনকে আটক করেছি। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬
চট্টগ্রামে পিবিআই’র মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখালো আদালত
২ বছর আগে