কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম
রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত
কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় ধসে এক পরিবারের চার সদস্য নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকার জাদি পাহাড় ধসে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহত চারজন হলেন- লট উখিয়াঘোনার আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), শাশুড়ি দিল ফরাজ বেগম (৭০) ও পুত্রবধূ নাসিমা বেগম (২০)।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘রাতে নিহতরা খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধস হয়। এসময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।’
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে পাহাড়ের আশপাশের কিছু ইটের ভাটার জন্য মাটি খনন করা হচ্ছে, যার কারণে ধস হতে পারে।
আরও পড়ুন: রামুতে গ্রামের হেডম্যানকে কুপিয়ে হত্যা
রামুতে সাড়ে ৬ কোটি টাকা মূলের আইস ও ইয়াবা জব্দ, আটক ২
রামুতে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার, আটক ৭
১ বছর আগে