মকবুলের মরদেহ
ঢামেক মর্গে মকবুলের মরদেহ দেখতে ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত মকবুল হোসেনের মরদেহ দেখতে যান।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন যে বৃহস্পতিবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পুলিশ বাধা দিলে, বিএনপির জ্যেষ্ঠ এই নেতা সেখানে (ঢামেক) যান।
ফখরুল হাসপাতালে নিহত মকবুলের স্ত্রী হালিমা ও মেয়ে মিতুলকে সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় পল্লবীর পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন নিহত হন।
আরও পড়ুন: বিএনপির কার্যালয়ে বোমাগুলো পুলিশ রেখেছিল: ফখরুল
ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যেতে বাধা
নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
২ বছর আগে