ভৈরব-ময়মনসিংহ
কিশোরগঞ্জে টমটম চাপায় কিশোর নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে টমটমের নীচে চাপা পড়ে বোরহান উদ্দিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মনোহরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বোরহান বাজিতপুর উপজেলার ভেকি চন্দ্র গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব হাইওয়ে থানা পুলিশের টহলগাড়ী দেখে একটি টমটম নিয়ে কিশোর চালক নুরুল হক টমটম নিয়ে পালানোর সময়, মহাসড়কের পাশে পথচারী বোরহানকে চাপা দেয়। এসময় গুরুতর আহত বোরহানকে স্থানীয়রা উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: ভোলায় নুডুলস পার্টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
এ বিষয়ে কুলিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবার থেকে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
২ বছর আগে