স্কুলমাঠ
স্কুলমাঠে মেলা আয়োজনের প্রতিবাদে স্মারকলিপি পেশ শিক্ষার্থীদের
স্কুলের মাঠে খেলা বন্ধ করে মেলা আয়োজনের প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আইনজীবী মন্ঞ্জুর উদ্দিন শাহীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি জেলা প্রশাসক জিলুফা সুলতানার হাতে তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, খেলার মাঠে কোনো ধরনের মেলার আয়োজন না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে (নিউফিল্ড) মাসব্যাপী কৃষি-শিল্প-বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স। এ বিষয়ে জেলা প্রশাসনের ও বিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি।
আরও পড়ুন: রমজান মাসে কম লাভে পণ্য বিক্রয়ের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
এদিকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে মেলার আয়োজকরা ট্রাকভর্তি সাজসরঞ্জাম নিয়ে আসছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলার স্বাভাবিক পরিবেশ বিঘ্ন হচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরপরই শুরু হবে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট।
এ অবস্থায় বাণিজ্য মেলার আয়োজন দেখে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। প্রতিদিন বিকালে স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার শিশুদের একমাত্র খেলাধুলার জায়গা হচ্ছে এই মাঠ। সেখানে বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে।
এতে আরও বলা হয়, বিগত কয়েকটি মেলা হওয়ার পর মাঠে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। ইট, সুরকি, আবর্জনা পড়ে রয়েছে। ফলে মাঠটি দিন দিন খেলার অনুপযোগী হয়ে পড়ছে।
এতে অনুমতি না দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, প্রয়োজনে হবিগঞ্জের সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে মানববন্ধন, অনশনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত: পরিবেশমন্ত্রী
ঢাকার উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস ফরাসি-জার্মানির
১০ মাস আগে
বাবুগঞ্জে স্কুলমাঠে ককটেল বিস্ফোরণ!
বরিশালের বাবুগঞ্জে একটি বিদ্যালয়ের মাঠে দু’টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এসময়, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
দেহেরগতি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হাওলাদার বলেন, ডাকাত প্রতিরোধে বটতলায় একটি সভা করছিলাম। সভা শেষে ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে সভা করার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে দু’টি বিকট শব্দ পাই। বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখি আরও তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পরে রয়েছে। ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ককটেল কারা এনেছে ও কারা ফাটিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে।
আমরা এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান ওসি।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ
নাটোরে ৫টি ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক
২ বছর আগে