২ শতাধিক
তুরস্কে নতুন করে ভূমিকম্পে নিহত ৩, আহত ২ শতাধিক
তুরস্কের কিছু অংশে সোমবার ৬ দশমিক ৪ মাত্রার একটি নতুন ভূমিকম্পে তিন জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। আরও অনেক ভবন ধসে পড়েছে, কিছু লোক আটকা পড়েছে, এবং পার্শ্ববর্তী সিরিয়াতেও বেশ কয়েকটি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে।
সোমবারের ভূমিকম্পটি তুরস্কের হাতায় প্রদেশের ডেফনে শহরে কেন্দ্রীভূত ছিল, যা ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে একটি। এটি সিরিয়া, জর্ডান, সাইপ্রাস, ইসরায়েল ও মিশরের মতো দূরবর্তী অঞ্চলে অনুভূত হয় এবং তারপরে দ্বিতীয় ৫দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, এ ঘটনায় তিনজন নিহত ও ২১৩ জন আহত হয়েছেন। তিনটি ধসে পড়া ভবনে তল্লাশি ও উদ্ধার কাজ চলছে, যেখানে ছয়জন আটকা পড়েছে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্প অঞ্চল পরিদর্শনে ব্লিঙ্কেন, ১০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি
হ্যাবারতুর্ক টেলিভিশনের খবরে বলা হয়, হাতায় পুলিশ একটি তিনতলা ভবনের ভেতর আটকা পড়া একজনকে উদ্ধার করেছে। খবরে আরও বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিতে লোকজনকে সহায়তাকারীরাও আটকা পড়েন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোতে ধ্বংসস্তূপ ধসে ছয়জন আহত হয়েছেন। উত্তর-পশ্চিম সিরিয়ার সিভিল ডিফেন্স সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের বেশিরভাগই প্রাণঘাতী নয়।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর দম্পতি জীবিত উদ্ধার, মারা গেছে তাদের সন্তান
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী প্রধান অগ্রগতি
১ বছর আগে
বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণ: বিএনপির ২০৫ নেতাকর্মীর নামে মামলা
বরিশালের বাবুগঞ্জে স্কুলমাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার ভোরেরাতে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
ওসি বলেন, মামলায় বাদী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করেছে। মামলায় নামধারী ৫৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বাবুগঞ্জে স্কুলমাঠে ককটেল বিস্ফোরণ!
তবে মামলার তদন্তের শর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান ওসি।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিষয়ে জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলে, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করতে প্রশাসন নিজেরা ঘটনা ঘটিয়ে নিজেরাই বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে হয়রানি করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
আরও পড়ুন: নাটোরে ৫টি ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জে পাতা কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
২ বছর আগে