নেতাকর্মীর নামে মামলা
বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণ: বিএনপির ২০৫ নেতাকর্মীর নামে মামলা
বরিশালের বাবুগঞ্জে স্কুলমাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার ভোরেরাতে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
ওসি বলেন, মামলায় বাদী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করেছে। মামলায় নামধারী ৫৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বাবুগঞ্জে স্কুলমাঠে ককটেল বিস্ফোরণ!
তবে মামলার তদন্তের শর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান ওসি।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিষয়ে জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলে, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করতে প্রশাসন নিজেরা ঘটনা ঘটিয়ে নিজেরাই বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে হয়রানি করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
আরও পড়ুন: নাটোরে ৫টি ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জে পাতা কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
২ বছর আগে