বিএনপির সংবাদ সম্মেলন
বিএনপির সংবাদ সম্মেলন বিকাল ৩টায়
বিএনপির দুই শীর্ষ নেতাকে আটক ও নয়াপল্টনে সমাবেশ করা নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকাল ৩টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির অন্য সদস্যরা উপস্থিত থাকবেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে দলের দুই শীর্ষ নেতার আটকের বিষয়ে তাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করতে বিএনপির স্থায়ী কমিটির নেতারা অনলাইনে বৈঠক করছেন, যা সকাল ১১টা ৪০ মিনিটে শুরু হয়।
শুক্রবার ভোরে বিএনপি জানায়, সাদা পোশাকে পুলিশ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
আরও পড়ুন: বিএনপির কার্যালয়ে বোমাগুলো পুলিশ রেখেছিল: ফখরুল
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ: বিএনপি
১০ ডিসেম্বর সমাবেশস্থল: ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করবে বিএনপির ২ সদস্যের প্রতিনিধি দল
২ বছর আগে