জনসমক্ষে বেত্রাঘাত
আফগানিস্তানে ৯ নারীসহ ২৭ জনকে জনসমক্ষে বেত্রাঘাত
তালেবান শাসিত আফগানিস্তানে ব্যাভিচার, চুরি, মাদক ও অন্যান্য অপরাধে শাস্তি হিসেবে বৃহস্পতিবার ২৭ জনকে জনসমক্ষে বেত্রাঘাত করা হয়। তাদের মধ্যে ৯ জন নারী। দেশটির এক আদালত কর্মকর্তা জানিয়েছেন এই তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের নতুন কর্তৃপক্ষ ২০২১ সালের আগস্টে দেশটির দায়িত্ব নেয়ার পর থেকে কঠোর নীতি প্রয়োগ করেছে, যা তাদের ইসলামী আইন বা শরিয়াহ’র প্রতিফলন।
আপিলের পর দেশটির সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেয়। এক বিবৃতিতে আদালত বলেছে যে উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে বেত্রাঘাতের ঘটনা ঘটেছে। যেখানে ১৮ জন পুরুষ ও ৯ জন নারীকে শাস্তি দেয়া হয়।
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ২১
আদালতের একজন কর্মকর্তা আব্দুর রহিম রশিদ বলেন, নারী ও পুরুষ প্রত্যেককে ২৫ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। দণ্ডিতদের কয়েকজনকে প্রাদেশিক রাজধানী চারিকারে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রশিদ বলেন, ‘স্থানীয় ও সরকারি কর্মকর্তাদের সামনেই তাদের বেত্রাঘাত করা হয়।’
প্রাদেশিক কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা এই শাস্তিতে অংশ নেন। এই সময় কর্মকর্তারা শরিয়া আইনের গুরুত্ব সম্পর্কে কথা বলেন।
আরও পড়ুন: আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্যায় নিহত ৯
কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯: তালেবান
২ বছর আগে