গ্রুপ ক্যাপ্টেন
গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলমের প্রতি ভারতীয় হাই কমিশনের শ্রদ্ধা
বাংলাদেশের স্বাধীনতার সময় মুক্তিবাহিনীর যুদ্ধ বিমান বাহিনী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও স্মরণের চিহ্ন হিসেবে ‘কিলো ফ্লাইট’ এর সাহসী যোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) শামসুল আলম, বীর উত্তম এর প্রতি শুক্রবার ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
তিনি ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ৭৪ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে চায় মালয়েশিয়া: হাই কমিশনার
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের সঙ্গে যারা লড়াই করেছিল তাদের অসংখ্য ত্যাগী মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সংহতির ঘনিষ্ঠ বন্ধনকে অনুপ্রাণিত ও শক্তিশালী করে চলেছে। পুষ্পস্তবকে একটি বার্তা লেখা ছিল, ‘চিরকালের জন্য হারিয়েছি, কিন্তু কখনও ভুলব না।’
আরও পড়ুন: নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
১ বছর আগে