চাঁদপুরের বন্দর অফিসার শাহাদাত হোসেন
ভোর থেকেই নারায়ণগঞ্জের লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ভোর থেকেই চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জমুখী লঞ্চ বন্ধ রয়েছে। ঘাটে নীরবতার পাশাপাশি বন্ধ রয়েছে আশপাশের দোকানপাটও।
শনিবার ভোর ৬টা থেকে ঢাকা ও নারায়ণগঞ্জগামী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ বন্ধ কেনো মালিকরাই ভালো জানেন। কখন চালু হবে তাও বলা যাচ্ছে না।
এ ব্যপারে সরকারিভাবে কোনো আদেশ/ নিষেধাজ্ঞা নেই বলে জানান চাঁদপুরের বন্দর অফিসার শাহাদাত হোসেন।
আরও পড়ুন: ঢাকায় গণপরিবহন সংকট; ভোগান্তিতে যাত্রীরা
এমভি ইগল ও ময়ূর লঞ্চের সুপারভাইজার আলী আজগর জানান, সকালে আমাদেরকে বলা হলো লঞ্চ বন্ধ থাকবে। তাই প্রচুর যাত্রী ফেরত গিয়েছে। লঞ্চগুলো লঞ্চঘাট থেকে দূরে রাখা হয়েছে। বিকালে থেকে হয়তো লঞ্চ চালু হবে।
এসময়,ঢাকা ও নারায়ণগঞ্জ থেকেও লঞ্চ তেমন একটা আসছে না বলে জানান যাত্রীরা।
হাজিগঞ্জ থেকে আসামনি বেগম জানায় ‘তিনি ঢাকায় যাবেন। সকাল থেকেই কোনো লঞ্চ না পাওয়ায় শিশুসহ বসে আছেন র্টামিনালে, কখন লঞ্চ পাবেন জানেন না তিনি।’
ছাত্র প্রদীপ ও জুয়েলসহ অন্যরা জানান, তারা ঢাকা যাবেন। এ জন্য ফরিদগঞ্জ,রায়পুর ও মুদাফরগঞ্জ থেকে এসেছেন সংক্ষিপ্ত পথে ঢাকায় যাবেন। কিন্তু এসে দেখেন ঢাকার লঞ্চ নাই, তাই অপেক্ষার প্রহর গুনছেন।
লঞ্চ ঘাট র্টামিনালে কর্তব্যরত নৌ পুলিশের সদস্য আলী আকবর জানান, চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে প্রতিদিনিই শতসহস্র যাত্রী নিয়ে ৩৫টি লঞ্চ রাজধানীতে যাতায়াত করে।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির সমাবেশের পূর্বে পরিবহন ধর্মঘটে ভোগান্তি
হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
১ বছর আগে