আশপাশের এলাকা
বিএনপির বিভাগীয় সমাবেশ: নিরাপত্তার চাদরে রাজধানী ও আশপাশের এলাকা
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানী ও আশপাশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকার সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। নগরীতে প্রায় ৩২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, ‘নগরীতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ নজরদারি জোরদার করেছে। আশা করি বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: বিএনপির বহুল আলোচিত ঢাকা সমাবেশ শুরু, ১০ দফা দাবি জানাতে পারেন মোশাররফ
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের পাশাপাশি আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানীতে চার হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আনসার-ভিডিপির পরিচালক (অপারেশন্স) মো. কামরুল ইসলাম।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরও বিএনপির যে কোনো নাশকতা ঠেকাতে নগরীর রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।
সকাল থেকে গণপরিবহন বন্ধ থাকায় বিএনপি সমর্থকদের পায়ে হেঁটে সমাবেশস্থলের দিকে যেতে দেখা গেছে।
রাজধানীর অধিকাংশ দোকানপাটও বন্ধ থাকতে দেখা যায়।
নিরাপত্তা জোরদার করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি হেলিকপ্টার রাজধানীর গোলাপবাগ মাঠে টহল দিতে দেখা গেছে।
সকল বাধা উপেক্ষা করে গোপালবাগের সমাবেশস্থলে ভিড় জমান বিএনপির নেতাকর্মীরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসা মহিলা দলের কর্মী আসমা বেগম জানান, তিনি ৫০ জন মহিলা সমর্থক নিয়ে সমাবেশে যোগ দিতে যাত্রা শুরু করে ফজরের নামাজের পর এবং সকাল ১০টার দিকে সমাবেশস্থলে পৌঁছান।
তিনি আরও দাবি করেন, নগরীর বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকরা তাদের বাধা দিয়েছে।
যেকোনো জরুরি কাজে ব্যবহারের জন্য সমাবেশস্থলে ছয়টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
সকাল থেকে সড়কে কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি এবং শুধু কিছু সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দেখা গেছে।
কোনো পরিবহন ধর্মঘট না থাকলেও মালিকরা তাদের যানবাহন সড়কে চলাচল করতে দিচ্ছেন না।
সড়কে কয়েকটি আন্তঃনগর বাস দেখা গেলেও সেগুলো সংখ্যায় কম।
আরও পড়ুন: বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগ
বিএনপির সংসদ সদস্যদের আজ পদত্যাগের সম্ভাবনা রয়েছে
২ বছর আগে