প্রতিষ্ঠার রায় দিয়েছে
জনগণ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার রায় দিয়েছে: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশবাসী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার রায় দিয়েছে।
শনিবার রাজধানীর গোলাপবাগে বিএনপির জনসভায় তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমরা এই রায় কার্যকর করব, রক্ত ও জীবন বিসর্জন দিয়ে হলেও।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আ’লীগ: আমীর খসরু
তিনি বলেন, সরকার রাজধানীতে ‘হরতাল’ জারি করেছে, যখন ক্ষমতাসীন দলের ক্যাডাররা সমাবেশের দিকে আসা মানুষের ঢেউ ঠেকাতে ‘অস্ত্র নিয়ে’ পিকেটিং করছে, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।
রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেন এবং জনতা সমাবেশস্থলের চারপাশের কয়েক বর্গকিলোমিটারে ছড়িয়ে পড়ে।
এছাড়া সমাবেশে যোগ দেয়ার আগে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাত সংসদ সদস্য।
আরও পড়ুন: অতি উৎসাহী পুলিশ ও আ.লীগ ‘ক্যাডারদের’ তালিকা করতে বললেন বিএনপি নেতা খসরু
পদ্মা সেতুর ৩০ হাজার কোটি টাকা কোথায়, প্রশ্ন আমীর খসরুর
২ বছর আগে