আওয়ামী লীগ
আওয়ামী লীগ নেতা মায়ার বড় ছেলে দীপু মারা গেছেন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) মারা গেছেন।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: শনিবারের সহিংসতায় আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হৃদরোগ ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন সাজেদুল হোসেন চৌধুরী (দিপু)।
এছাড়া দিপু চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন।
আরও পড়ুন: আ. লীগ নেতা মুক্তিযোদ্ধা ডা. এখলাস মারা গেছেন
মারা গেছেন পরীমণির নানা
শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝালকাঠি জেলা বিএনপি
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির ঝালকাঠি জেলা শাখা।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এক ভিডিও বার্তায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এ ঘোষণা দেন।
শাহাদাত বলেন, ওমরের কর্মকাণ্ডে ঝালকাঠি জেলা বিএনপিসহ কেন্দ্রীয় বিএনপি 'আবর্জনামুক্ত' হয়েছে।
তিনি বলেন, ‘দলের সাবেক এই নেতা এমপি থাকা অবস্থায় দলীয় পদ ও পদবী ব্যবহার করে বিভিন্ন সুবিধা লুটপাট করেছেন এবং দলে সর্বদা বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। নৌকার প্রার্থী হওয়ায় ঝালকাঠির মানুষ তার নিন্দা করছে।’
ইতোমধ্যেই তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সদস্য সচিব। ঝালকাঠি জেলা বিএনপিও তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে।
আরও পড়ুন: আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, দলের শত্রু আজ চিহ্নিত হয়েছে। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নেতা-কর্মীরা তাদের ঘৃণা প্রকাশ করছে।
প্রায় চার সপ্তাহ কারাগারে থাকার পর বুধবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর।
জামিনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নেওয়ার ঘোষণা দেন শাহজাহান ওমর।
তিনি জানান, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাবেক প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
আরও পড়ুন: ৭ জানুয়ারি নির্বাচন: তফসিল ঘোষণার পর থেকে ১৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি
মনোনয়নপত্র নেওয়ায় একরামুজ্জামান ও আবু জাফরকে দল থেকে বহিষ্কার
নির্বাচনের ট্রেন চলছে, কোথাও থামবে না: কাদের
যত বাধাই আসুক গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত নির্বাচনের ট্রেন কোথাও থামবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন চলছে। আর যত বাধাই আসুক না কেন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এ ট্রেন কোথাও থামবে না।
কাদের বলেন, ‘বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন। সারা দেশে নির্বাচন ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ২/১টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কি না তার চেয়ে জনগণের অংশগ্রহণ কেমন সেটা বেশি করে ভাববার বিষয়।’
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি মেনে চলতে আ. লীগের প্রার্থী-নেতা-কর্মীদের প্রতি আহ্বান কাদেরের
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে যে সহিংসতা, সন্ত্রাস করছে সে বিষয়ে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) কিংবা সুজন (সুশাসনের জন্য নাগরিক), তাদের মুখে কোনো কথা নেই। অথচ তারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে।’
তিনি বলেন, ‘ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকাসহ অনেক দেশেই বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন হয়। সেসব নির্বাচন কেউ তো অবৈধ মনে করে না। কারণ যে ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় সেখানে ২/১টা দল না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে- এটা বলা যায় না।’
আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি: কাদের
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ নেতাদের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘ঢালাওভাবে সবাই স্বতন্ত্র নির্বাচন করবে বিষয়টা এমন নয়। ১৬ ডিসেম্বর পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’
ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। আমাদের তাদের দরকার। আবার তাদের আমাদেরও দরকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে ডামি প্রার্থী দিতে বাধা নেই: ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত রাব্বানী ও নেজামে ইসলামের নেতারা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সাক্ষাৎ করেছেন খেলাফত রাব্বানী বাংলাদেশ ও নেজামে ইসলাম পার্টির নেতারা।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে মুফতি ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আনোয়ারুল হক নিজ নিজ দলের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: আ. লীগ ক্ষমতায় থাকতে বাইরের কারো চোখ রাঙানি সহ্য করবে না: শেখ হাসিনা
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন জানান, বৈঠকে নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।
নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নেরও প্রশংসা করেন তারা।
আরও পড়ুন: অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত আসন্ন নির্বাচন বানচাল করলে পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের
আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন।
তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে।
দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট পৌঁছে নেতা-কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় তিনি সবার দোয়া চেয়েছেন।
সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এসময় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আছে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি: পররাষ্ট্রমন্ত্রী
এসময় পররাষ্ট্রমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, দল ও আমার সভানেত্রী আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি আপনাদের দোয়া চাই, যাতে নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, অসংখ্য দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিমান বন্দর থেকে পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজারে যান। সেখানে মাজার জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন।
আরও পড়ুন: কমন ফান্ড ফর কমোডিটিজের এমডি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
আওয়ামী লীগ দেশের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী
শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার (২৮ নভেম্বর) বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান তাদের লক্ষ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তারা প্রতিশ্রুতি রক্ষা করে তা প্রমাণ করতে চায়।
রাজধানীর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন এবং অনেকে অনেক জল্পনা-কল্পনা করছেন।
মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসবের সমাধান হবে। ‘তারপর অনেক সমালোচনাই বন্ধ হয়ে যাবে।’
জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। আমরা পর্যবেক্ষণ করব, এর মধ্যে সমন্বয় করব। ১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছু চূড়ান্ত করা হবে।’
আরও পড়ুন: বিএনপি দেশের অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা দেখছি কারা কারা চাইছে। আমাদের একটি কৌশলগত সিদ্ধান্ত আছে।’
কাদের আরও বলেন, ‘আমাদের কাছে ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারবো। আমাদের কৌশলগত দিক থাকবে।’
উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের প্রার্থীরা ৭ জানুয়ারির নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা অংশগ্রহণ করলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা তাদের স্বাগত জানাই। তাদের কেউ নির্বাচনে অংশ নিতে পারে। কেউ কেউ ইতো্মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
প্রসেঙ্গত, মনোনয়নপত্র সংগ্রহ করায় খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান ও আবু জাফরকে বহিষ্কার করেছে বিএনপি।
আরও পড়ুন: নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও অপপ্রচার প্রতিহত করাই আ. লীগের মূল লক্ষ্য: কাদের
এখন সংলাপের আর সুযোগ নেই: কাদের
নির্বাচনে দলীয় টিকিট পাননি আওয়ামী লীগের ৭১ সংসদ সদস্য
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাননি ক্ষমতাসীন দলের ৭১ জন সংসদ সদস্য।
টিকিট না পাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছে-মাজাহারুল হক প্রধান (পঞ্চগড়-১), আলহাজ্ব মো. দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), এইচ এন আশিকুর রহমান (রংপুর-৫), এম এ মতিন (কুড়িগ্রাম-৩), মো. জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), মো. মনোয়ার হোসেন চৌধুরী (গাইবান্ধা-৪), মো. হাবিবুর রহমান (বগুড়া-৫), মো. সেলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩), মো. সেলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩), মো. ইমাদ উদ্দিন (নওগাঁ-৪)। তানভীর ইমাম (সিরাজগঞ্জ-৪), মেরিনা জাহান (সিরাজগঞ্জ-৬), মো. নুরুজ্জামান বিশ্বাস (পাবনা-৪), মোহাম্মদ শহীদুজ্জামান (মেহেরপুর-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), মো. নাসির উদ্দিন (যশোর-২), রণজিৎ কুমার রায় (যশোর-৪), মো. শিফুজ্জামান (মাগুরা-১), মো. আমিরুল আলম মিলন (বাগেরহাট-৪), মো. শাহ ই আলম (বরিশাল-২), পঙ্কজ নাথ (বরিশাল-৪), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), মোহাম্মদ হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪), মো. সানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), আবুল কালাম আজাদ (জামালপুর-১), মো. মুরাদ হাসান (জামালপুর-৪), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), এ কে এম ফজলুল হক (শেরপুর-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৫)।
বাকিরা হলেন- নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), এ এম নাঈমুর রহমান (মানিকগঞ্জ-১), কাজী মনিরুল ইসলাম (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), মো. শফিউল ইসলাম (ঢাকা-১০), এ কে এম রহমতউল্লাহ (ঢাকা-১১), মো. সাদেক খান (ঢাকা-১৩), আগা খান মিন্টু (ঢাকা-১৪), মোহাম্মদ ইকবাল হোসেন (গাজীপুর-৩), মো. জয়া সেন গুপ্ত (সুনামগঞ্জ-২), হাফিজ আহমেদ মজুমদার (সিলেট-৫), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (হবিগঞ্জ-১), আব্দুল মজিদ খান (হবিগঞ্জ-২), মোহাম্মদ এবাদুল করিম (ব্রাহ্মণবাড়িয়া-৫), মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (কুমিল্লা-১), মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), নুরুল আমিন (চাঁদপুর-২), আয়েশা ফেরদৌস (নোয়াখালী-৬), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), দিদারুল আলম (চট্টগ্রাম-৪), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২) ও জাফর আলম (কক্সবাজার-১)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা-১ আসন: মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাশরাফি ও সাকিব
তবে অন্তত দু'জন সংসদ সদস্য তাদের ছেলেদের জন্য মাঠ ছাড়ার জন্য দলীয় মনোনয়ন চাননি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি ক্ষমতাসীন দলটি।
বিদায়ী একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে আওয়ামী লীগের ২৬২ জন, জাতীয় পার্টির ২৩ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের তিনজন করে, গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশের দুইজন করে, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের একজন করে এবং তিনজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামী লীগের
ঢাকায় ৯টি আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আ.লীগ
দ্বাদশ নির্বাচন উপলক্ষে ঢাকার ২০টি আসনের মধ্যে ৯টিতে নতুন মুখ এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন মুখ আনা আসনগুলো হলো- ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ সোলাইমান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ ফেরদৌস, ঢাকা-১১ মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল।
আরও পড়ুন: আ. লীগের ৬৯ জন সংসদ সদস্য এবার মনোনয়ন পাননি
ঢাকায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া অপরিবর্তিত প্রার্থীরা হলেন- ঢাকা-১ সালমান এফ রহমান, ঢাকা-২ কামরুল ইসলাম, ঢাকা-৩ নসরুল হামিদ, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৭ মোহাম্মদ এ আরাফাত, ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা-১৯ এনামুর রহমান এবং ঢাকা-২০ বেনজীর আহমেদ।
রবিবার বিকালে ২৯৮ আসনে মনোনয়নের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।
কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নামের তালিকা পরে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাশরাফি ও সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামী লীগের
আ. লীগের ৬৯ জন সংসদ সদস্য এবার মনোনয়ন পাননি
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ক্ষমতাসীন দলের ৬৯ জন সংসদ সদস্য।
সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- মো. মাজাহারুল হক প্রধান (পঞ্চগড়-১), মো. দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), এইচএন আশেকুর রহমান (রংপুর-৫), এম এ মতিন (কুড়িগ্রাম-৩), মো. জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), মো. মনোয়ার হোসেন চৌধুরী (গাইবান্ধা-৪), মো. হাবিবর রহমান (বগুড়া-৫), মোহাম্মদ সেলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩);
মো. এমাদ উদ্দিন পিকে (নওগাঁ-৪), মো. আয়েন উদ্দিন (রাজশাহী- ৩), এনামুল হক (রাজশাহী-৪), মো. মনসুর রহমান (রাজশাহী-৫), মো. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), মেরিনা জাহান (সিরাজগঞ্জ-৬), মো. নুরুজ্জামান বিশ্বাস (পাবনা-৪), মো. মোহাম্মদ শহিদুজ্জামান (মেহেরপুর-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩);
মো. নাসির উদ্দিন (যশোর-২), রণজিৎ কুমার রায় (যশোর-৪), মো. সাইফুজ্জামান (মাগুরা-১), মো. আমিরুল আলম (মাগুরা-১), মো. আলম মিলন (বাগেরহাট-৪), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), বেগম মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), মো. আখতারুজ্জামান (খুলনা-৬), মীর মোশতাক আহমেদ রবি (সাতক্ষীরা-২), এস.এম. জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), শওকত হাসানুর রহমান (রিমন) (বরগুনা-২) মো. শাহে আলম (বরিশাল-২), পঙ্কজ নাথ (বরিশাল-৪); আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), মোহাম্মদ হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪), মো. সানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), আবুল কালাম আজাদ (জামালপুর-১), মো. মুরাদ হাসান (জামালপুর-৪), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), এ.কে.এম. ফজলুল হক (শেরপুর-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), কে এম খালিদ (ময়মনসিংহ-৫), আনোয়ারুল আবেদীন খান (ময়মনসিংহ-৯), মনু মজুমদার (নেত্রকোনা-১) ও ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোনা-৫)।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামী লীগের
বাকিরা হলেন- নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), এ এম নাঈমুর রহমান (মানিকগঞ্জ-১), মো. কাজী মনিরুল ইসলাম (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), মো. শফিউল ইসলাম (ঢাকা-১০), এ কে এম রহমতুল্লাহ (ঢাকা-১১) মো. সাদেক খান (ঢাকা-১৩), আগা খান মিন্টু (ঢাকা-১৪), মোহাম্মদ ইকবাল হোসেন (গাজীপুর-৩), জহিরুল হক ভূঁইয়া মোহন (নরসিংদী-৩), মঞ্জুর হোসেন (ফরিদপুর) -১), খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), মোয়াজ্জাম হোসেন রতন (সুনামগঞ্জ-১), জয়া সেনগুপ্ত (সুনামগঞ্জ-২);
হাফিজ আহমেদ মজুমদার (সিলেট-৫), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), গাজী মো. শাহনেওয়াজ (হবিগঞ্জ-১), মো. আব্দুল মজিদ খান (হবিগঞ্জ-২), মোহাম্মদ এবাদুল করিম (ব্রাহ্মণবাড়িয়া-৫), মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (কুমিল্লা-১), নাসিমুল আলম চৌধুরী (কুমিল্লা-৮), ডা. মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), মো. নুরুল আমিন (চাঁদপুর-২), আয়েশা ফেরদৌস (নোয়াখালী-৬), ইঞ্জি. মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), দিদারুল আলম (চট্টগ্রাম-৪), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২) ও জাফর আলম (কক্সবাজার-১)।
তবে দুইজন সংসদ সদস্য নিজের ছেলের জন্য দলের মনোনয়ন চাননি।
রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে এখন প্রার্থী ঘোষণা করেনি ক্ষমতাসীন দল।
বিদায়ী একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের মধ্যে আওয়ামী লীগের ২৬২ জন সংসদ সদস্য ছিল। যেখানে জাতীয় পার্টির (জাপা) ২৩ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রত্যেক দল থেকে তিনজন করে, গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশের প্রত্যেকটি থেকে দুইজন করে, জাতীয় পার্টি-জেপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রত্যেকটি থেকে একজন করে এবং তিনজন স্বতন্ত্র সংসদ সদস্য।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাশরাফি ও সাকিব
ঢাকায় ৯টি আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আ.লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাশরাফি ও সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রবিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানকে বেছে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার নড়াইল-২ আসনে ফের মনোনয়ন পেলেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরও ২৩ জন।
মাগুরা-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আরও পড়ুন: ঢাকায় ৯টি আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আ.লীগ
মাগুরা ১, মাগুরা ২ ও ঢাকা ১০ এ তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাকিব আল হাসান।
বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রবিবার সকালে গণভবনে যান।
সেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নৌকা প্রতীকে (আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক) মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আরও পড়ুন: আ. লীগের ৬৯ জন সংসদ সদস্য এবার মনোনয়ন পাননি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামী লীগের