পিকআপ চালক
নাটোরে এক পিকআপের চাপায় আরেক পিকআপ চালকসহ নিহত ২
নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়া মার্কেটে একটি পিকআপের চাপায় অন্য আরেকটি পিকআপের চালক ও এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
নিহতরা হলেন— আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০) ও পিকআপচালক রনি (২৪)। তাদের দুজনেই পাবনা জেলার বাসিন্দা, তবে নিহতদের বাসস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনাগামী আমবাহী একটি পিকআপ চকবৈদ্যনাথ চামড়া মার্কেট অতিক্রম করার সময় চাকা ফেটে যায়। এ সময় মজিদের সহায়তায় চালক রনি ফেটে যাওয়া চাকা মেরামতের জন্য পিকআপের পেছনে যেতেই অপর একটি পিকআপ এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে রাতেই লাশ উদ্ধার করেন। পরে তা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি থানায় নেওয়া হয়েছে।
১৮৬ দিন আগে
ফুলবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছে।
জেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের ভীমপুর এলাকায় রবিবার ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপ চালক ওলিউল্লাহ অলি (২২), একই এলাকার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজার রহমান নিশান (২৪) এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে পিকআপ যাত্রী মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশ্রাফুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের ভীমপুর এলাকায় রাজশাহী গামী পিকআপটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে দুর্ঘটনাস্থলে পিকআপের চালক, হেলপার ও যাত্রী নিহত হয়েছে।
তিনি আরও বলেন, ফুলবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা। পরিবারের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
ফিফা বিশ্বকাপ: বাহুবলে প্রতিপক্ষের হামলায় আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত
উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত
১০৯১ দিন আগে