মো. খালিদ হাসান
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর শান্তিবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২০ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. খালিদ হাসান রংপুর জেলার বাসিন্দা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে পড়ে নারীর মৃত্যু
নিহতের সহকর্মী জাহিদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে খালিদ ঘটনাক্রমে ১১ তলা ভবনের ছাদ থেকে পিছলে পড়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার পর তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
ময়মনসিংহে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
২ বছর আগে