অটোরিকশাচাপায়
কুলিয়ারচরে অটোরিকশাচাপায় মাদরাসাছাত্র নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় কাউসার মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পিরপুর এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার মিয়া (৭) ওই এলাকার মো. নূরুজ্জামানের ছেলে এবং স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্র।
আরও পড়ুন: বাগেরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষ, তিন মাদরাসাছাত্র নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১১ ডিসেম্বর) দুপুর একটার দিকে পিরপুর এলাকার রাস্তায় দাঁড়িয়ে মাটি ভরাট কাজ দেখছিল কাউসার। এ সময় একটি অটোরিকশা পিছন দিক থেকে তাকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় অটোরিকশা উল্টে মাদরাসাছাত্র নিহত
নোয়াখালীতে অটোরিকশা চাপায় মাদরাসাছাত্র নিহত
২ বছর আগে