অনির্দিষ্টকালের জন্য
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষিদ্ধ
পার্বত্য জেলা বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বান্দরবানের জেলা প্রশাসক (রুটিন ডিউটি) মো. লুৎফর রহমান রবিবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব উপজেলায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: বান্দরবানে ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বাড়ল
কবে নাগাদ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তা নিশ্চিত করে বলা হয়নি প্রশাসনের পক্ষ থেকে।
তবে এ দুটি ছাড়া বান্দরবানের অন্যান্য উপজেলায় পর্যটকরা অবাধে যাতায়াত করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত ৩ ডিসেম্বর জেলার তিন উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
জেলার প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিবাদ বিরোধী অভিযানের মধ্যে পর্যটকদের নিরাপত্তার জন্য এই ধরনের নিষেধাজ্ঞা টানা ১১ বার বাড়ানো হয়েছে।
গত ২৭ নভেম্বর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটনে নিষেধাজ্ঞা ৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
এর আগে স্থানীয় প্রশাসন আলীকদম উপজেলা ও থানচি উপজেলা থেকে যথাক্রমে ১২ নভেম্বর ও ১৬ নভেম্বর নিষেধাজ্ঞা তুলে নেয়।
গত ১৮ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দর্শনার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
পরবর্তীতে ২৩ অক্টোবর একই কারণে স্থানীয় প্রশাসন পর্যটকদের থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে।
গত ১০ অক্টোবর থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো জেলায় চরমপন্থী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে।
আরও পড়ুন: বান্দরবানের ৩ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
বান্দরবানের ২ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়ল
২ বছর আগে