তথ্যদাতা
ছুরিকাঘাতে আহত র্যাবের তথ্যদাতার মৃত্যু
অজ্ঞাত হামলাকারীদের ছুরিকাঘাতে আহত র্যাবের তথ্যদাতা মো. আমিন হোসেন আসিফের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহত মো. আমিন হোসেন আসিফ (৩০) কুমিল্লার চান্দিনা উপজেলার মৃত আলী এরশাদের ছেলে এবং তিনি র্যাব ও পুলিশের তথ্যদাতা হিসেবে কাজ করতেন।
তার ভাই রফিকুল ইসলাম জানান, আটদিন আগে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আর্মি ক্যাম্পের কাছে অজ্ঞাত হামলাকারীরা আসিফকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে যায়। আসিফ সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
তার ভাই আরও জানান, রবিবার সকাল ১০টার দিকে আসিফের মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুৎ
ময়মনসিংহে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
২ বছর আগে