স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক
লোহাগড়ায় কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্নের অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়কের ওপর হামলা চালিয়ে কুপিয়ে শরীর থেকে হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত আকবর হোসেন লিপন (৪৩) উপজেলার মঙ্গলহাটা গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
আরও পড়ুন: বিয়ে না দেয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের হাত বিচ্ছিন্ন!
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার রাতে মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া বিল্লালের চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে উত্তপাড়া শিকদার বাড়ি মসজিদের কাছে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে লিপন মেম্বারকে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলে তার কব্জি ও কনুইের মাঝ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার দুই-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল বলেন, লিপনের ডান হাত শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
লিপনের মা স্বরুপজান অভিযোগ করে বলেন, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে লিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে লিপন মেম্বার, মোস্তফা কামালের প্রতিদ্বন্দ্বি হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নির্বাচনে দু’জনেই পরাজিত হলেও লিপন মোস্তফা চেয়ে বেশি ভোট পায়। তখন থেকে বিরোধ আরও জোরালো হয়। এর জের ধরে মোস্তফা শিকদার ও তার লোকজন আমার ছেলে লিপনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। লিপনের ওপর হামলার শেষে হামলাকারীরা লিপন সমর্থিত চন্নু মোল্যা, মান্নান মোল্যা ও পিরু মোল্যার বাড়ি ভাঙচুর করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
তিনি আরও জনিনি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রাম্য আধিপত্যের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: গোয়ালন্দে দা দিয়ে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন, গ্রেপ্তার ২
লোহাগড়ায় বোমা বিস্ফোরণে যুবকের হাত বিচ্ছিন্ন
২ বছর আগে