২২৪ বিএনপি নেতা
ফখরুল, মির্জা আব্বাসসহ ২২৪ বিএনপি নেতার জামিন নামঞ্জুর
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম শফিউদ্দিন তাদের আইনজীবী জামিন চাইলে এ আদেশ দেন।
এর আগে রবিবার এ মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন আবেদনের ওপর শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিল আদালত।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত আবদুস সামাদকে জামিন দেননি হাইকোর্ট
বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সেলিম রেজা হাবিব।
শুক্রবার(৯ ডিসেম্বর) ঢাকার একটি আদালত এই মামলায় মির্জা ফখরুল ও আব্বাসের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
শুক্রবার ভোররাতে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
পরে বুধবার সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার প্ররোচনা, পরিকল্পনা ও নির্দেশনা, ককটেল বোমা বিস্ফোরণ, সরকারি সম্পত্তি ও জীবননাশের অভিযোগ আনা হয়েছে।
বুধবার ১০ ডিসেম্বরের সমাবেশের আগে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত এবং প্রায় ৫০ জন আহত হন।
বুধবারের সহিংসতার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় বৃহস্পতিবার ঢাকার একটি আদালত এ্যানি ও সালামসহ বিএনপির ৪৪৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে।
আরও পড়ুন: দুর্নীতি মামলায় জামিন পেলেন হাজী সেলিম
মির্জা ফখরুল ও আব্বাসসহ ৭জনের জামিনের আবেদন
২ বছর আগে