খেলার সময়
স্কুল মাঠে খেলার সময় ছাত্রীর মৃত্যু!
পরীক্ষা শেষ করে স্কুল মাঠে খেলার সময় হঠাৎ মাহিকা (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার কদম রসুল বাগবাড়ীস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী মাহিকা বন্দর থানার ২৩নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার দিনমজুর মান্নান মিয়ার মেয়ে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়ে স্কুলছাত্রীর মৃত্যু, মা-ভাই দগ্ধ
উপস্থিত শিক্ষার্থী ও স্কুল শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এসে স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় নিহত স্কুলছাত্রী দিনমজুর বাবা মান্নান বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, স্কুলছাত্রী মৃত্যুর খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর বাবা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিতভাবে আবেদন করেন।
পরে সংশ্লিষ্ট প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিলে বাদ আছর স্কুল মাঠেই ছাত্রীর জানাযা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
২ বছর আগে