৯ বছরের শিশু
আরবি পড়তে যাওয়ার পথে খুন হলো ৯ বছরের শিশু
হবিগঞ্জ শহরের আরবি পড়তে যাওয়ার পথে খুন হয়েছে ৯ বছরের এক শিশু। মঙ্গলবার সকালে শহরতলীর ছোট বহুলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তৃষা আক্তার (৯) ওই গ্রামের আব্দুস শহীদের মেয়ে।
আরও পড়ুন: বাগেরহাটে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর খুন
পুলিশ ও স্বজনরা জানান, আরবি পড়তে যাওয়ার জন্য মঙ্গলবার সকাল আটটার দিকে তৃষা বাড়ি থেকে বের হয়। এর কিছু সময় পর প্রতিবেশীরা তৃষাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
প্রতিবেশীদের চেঁচামেচি শুনে আবদুস শহীদ ঘটনাস্থলে যান।
পরে তৃষাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। শোনা যাচ্ছে ওই শিশুর বাবার সঙ্গে স্থানীয় একটি পরিবারের বিরোধ রয়েছে।
তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: ১২ ঘন্টায় ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আরও ১জন খুন
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ভ্যানচালক খুন
১ বছর আগে
খুলনায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার
খুলনা মহানগরীর নতুন বাজার এলাকায় সোমবার নিজ ঘর থেকে ৯ বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় সৎ বাবা মোহাম্মদ রাশেদ ও মা তুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মৃত শিশুর নাম রাশেদা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রাশেদা নতুন বাজার বস্তি এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: নিখোঁজের ৫ দিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
প্রায় ৫ বছর আগে রাশেদার বাবা মারা যায়। পরের বছর তার মা তুলি, মো. রাশেদ নামে এক যুবককে বিয়ে করে। এই দম্পতির ঘরে আরও একটি মেয়েশিশু রয়েছে।
স্থানীয়রা আরও জানান, শিশু রাশেদাকে প্রায়ই মারধর ও নির্যাতন করতো তার সৎ বাবা ও মা। মারধরের একপর্যায়ে প্রায় গলা চেপে ধরতো। সোমবার দুপুর দুইটার দিকে হঠাৎ তার সৎ বাবা রাশেদা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুর মৃত্যুর জন্য তার সৎ বাবা রাশেদকে দায়ী করে ও তার বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
তিনি বলেন, এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা-মাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে জমি থেকে কৃষকের লাশ উদ্ধার
শেরপুরে ল্যাট্রিনের কুয়া থেকে মা-ছেলের লাশ উদ্ধার, স্বামী-শাশুড়িসহ আটক ৩
২ বছর আগে