ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপন
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার দূতাবাস তার বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে।
আইসিটি ডিভিশন প্রযোজিত দিবসের থিম সং প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে বাংলাদেশে ডিজিটালাইজেশনের অগ্রগতির ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ২০০৯ সালে সরকার যুগোপযোগী ‘ডিজিটাল বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে ডিজিটালাইজেশনের অসাধারণ অগ্রগতির কথা তুলে ধরেন।
আরও পড়ুন: ঢাকায় দূতাবাস খুলবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে