অন্তরঙ্গ মুহূর্ত
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিতে স্কুলছাত্রীর আত্মহত্যা!
বগুড়ার শেরপুরে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকিতে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।
এ ঘটনায় আব্দুল মানিক নামে একজনকে মঙ্গলবার রাত ১২টার দিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) বগুড়া ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম।
তিনি বলেন, স্থানীয় স্কুলের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে আব্দুল মানিক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের একপর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য গোপনে ধারণ করে মানিক।
আরও পড়ুন: হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
এছাড়াও ১৮ নভেম্বর মানিক ওই ছাত্রীর বাড়িতে গোপনে এসে আবারও মেলামেশা করতে চায় এবং ওই ছাত্রী বাধা দিলে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে ও বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
মানিকের এমন ব্যবহারে মানসম্মানের ভয়ে ওই ছাত্রী ১৮ নভেম্বর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বগুড়ার শেরপুর থানায় ২৯ নভেম্বর মামলা করেন এবং র্যাব-১২ বগুড়া অফিসে অভিযোগ করেন।
পরে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকা থেকে মূল অভিযুক্ত আব্দুল মানিককে গ্রেপ্তার করা হয়।
আব্দুল মানিক জিজ্ঞাসাবাদকালে ওই ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও নজরুল ইসলাম জানান।
আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
২ বছর আগে