আল বাইত স্টেডিয়াম
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স
আল বাইত স্টেডিয়ামে বুধবার দিবাগত রাতের ম্যাচে দু’টি বিষয় নির্ধারিত হয়েছে। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কে খেলবে এবং অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি কে হচ্ছে। তবে খুব স্বাভাবিক যে মূল ফোকাস ছিল আর্জেন্টিনার বিপক্ষে কোন দল লড়াই করছে। মরক্কোকে ২-০ গোলে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।
আফ্রিকান ও আরব দেশ হিসেবে মরক্কো এই প্রথম সেমিফাইনাল খেলেছে। বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। তবে ফেভারিট বলে একটি টার্ম আছে। তার ব্যতিক্রম হয়নি। সবার নজর যে কিলিয়ান এমবাপ্পের দিকে। তবে এই ম্যাচে এমবাপ্পে কোনো গোল করেননি।
আরও পড়ুন: পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো
অনেকটা মাঠে নেমেই ফরাসিরা গোল করে বসেন। দলের হয়ে পাঁচ মিনিটে প্রথম গোল করেন থিও এরনান্দেজ। ৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রান্দাল কোলো মুয়ানি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই গোলটি করে ম্যাচের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি। উসমান দেম্বেলের বদলে তাকে নামানো হয়।
কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স টানা দুইবার ফাইনাল নিশ্চিত করল। ফলে রবিবার লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
মেসি-আলভারেজ জাদুতে ৩-০ গোলে ফাইনালে আর্জেন্টিনা
২ বছর আগে