জীবননগর উপজেলা
চুয়াডাঙ্গায় খেলার সময় গাছ উপড়ে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাছের সঙ্গে দড়ি বেঁধে কয়েকজন শিশু দোল খেলতে গিয়ে গাছটি উপড়ে পড়লে ঘটনাস্থলে এক শিশু মৃত্যু হয়। বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে এ ঘটনায়
নিহত শিশু আবির হোসেন (৭) ওই উপজেলার আবদার আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আন্দুল মালেক বলেন, গাছে দড়ি বেঁধে কয়েকজন শিশু দোল খেলছিল। এ সময় গাছটি উপড়ে গেলে নিচে চাপা পড়ে শিশু আবির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাছের শেকড় নরম বা মাটি সরে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, খেলার সময় গাছ চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
২ বছর আগে