দুর্দান্ত বোলিং
প্রথম ইনিংসে মেহেদী ও তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে ৪০৪ রানে অলআউট ভারত
ভারত চট্টগ্রাম টেস্টে তাদের প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয়েছে।
চেতেশ্বর পুজারা ২০৩ বলে ৯০ রান করে ভারতকে অনেকটাই এগিয়ে দেন। যেখানে শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন যথাক্রমে ১৯২ বলে ৮৬ ও ১১৩ বলে ৫৮ রান করেন।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম চারটি করে উইকেট নেন এবং যথাক্রমে ১১২ ও ১৩৩ রান দেন।
আরও পড়ুন: প্রথম ইনিংসে মেহেদী ও তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে ৪০৪ রানে অলআউট ভারত
শুভমান গিল প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০ বলে ২০ রানে তাইজুল ইসলামের বোলিংয়ে ও ইয়াসির আলীর ক্যাচে মাঠ ছাড়েন।
মাঠে বিরাট কোহলির অবস্থান সংক্ষিপ্ত ছিল। কারণ পাঁচ বলে এক রানে তাইজুল ইসলামের বোলিংয়ে এলবিডব্লিউয়ের শিকার হয়ে মাঠ ছাড়েন।
ভারতের প্রথম ইনিংস শেষ হয় দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ১৩৩ ওভার পাঁচ বলে ৪০৪ রানে অলআউট হয়ে।
এদিকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ১৪ ওভারে ৩৯ রান করে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের পর ২২ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ঢাকায় যাবে উভয় দল।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্টেও অনিশ্চিত তাসকিন
২ বছর আগে