বাবা আহত
কুড়িগ্রামে মাইক্রোবাস চাপায় মেয়ে নিহত, বাবা আহত
কুড়িগ্রামে মাইক্রোবাস চাপায় আয়শা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে তার বাবা আনিছুর রহমান।
কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বাবার সঙ্গে রংপুরে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
আয়শা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লি চিকিৎসক আনিছুরের মেয়ে।
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
আয়শা নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আয়শার চাচা নজরুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাবা আনিছুর মেয়ে আয়শাকে নিয়ে মোটরসাইকেল করে রংপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। আহত হন আনিছুর। স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বার্তা এখনও আসেনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
২ মাস আগে
সিংড়ায় ট্রাকচাপায় মেয়ের মৃত্যু, বাবা আহত
নাটোরে ট্রাকচাপায় তৃষা রানী নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা তাপস।
সোমবার (৪ মার্চ) সকালে নাটোরের সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার, আহত ৪
নিহত স্কুলশিক্ষার্থী তৃষা রানী জামনগর উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেলে সিংড়ায় যাচ্ছিলেন তাপস ও তার মেয়ে তৃষা। পথে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়।
ওসি আরও জানান, এতে ঘটনাস্থলেই তৃষার মৃত্যু হয় এবং আহত হন তৃষার বাবা তাপস। আহত তাপসকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীতে ট্রাকচাপায় শিশুসহ নিহত ২
৮ মাস আগে
জাতীয় পাতাকা টানাতে গিয়ে ছেলের মৃত্যু, বাবা আহত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মসজিদের ছাদে জাতীয় পতাকা টানাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ছেলের মৃত্যু হয়েছে এবং বাবা আহত হয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ওই উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: তামাবিলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মৃতের নাম সাফি (৩৫)। আহত ব্যক্তি তার বাবা মাহফুজার রহমান ওরফে মোফাজ্জল (৬৫)। তিনি দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। ওই মসজিদের পাশেই তাদের বাড়ি।
এ তথ্য নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন।
তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে পতাকা টানাতে যান মোফাজ্জল। এক পর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি।
ওই সময় বাবাকে বাঁচাতে যান সাফি। তখন সাফিও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মোফাজ্জল।
চিকিৎসার জন্য মোফাজ্জলকে ঢাকায় নেয়া হয়েছে। মোফাজ্জল পেশায় কৃষক এবং সাফি ইলেক্ট্রিশিয়ান ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে ল্যাট্রিনের কুয়া থেকে মা-ছেলের লাশ উদ্ধার, স্বামী-শাশুড়িসহ আটক ৩
খুলনায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে