অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড
ফ্রান্সের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ নিহত ১০
ফ্রান্সের লিওঁ শহরের দরিদ্র শহরতলির একটি আটতলা অ্যাপার্টমেন্টে শুক্রবার রাতে আগুন লেগে পাঁচ শিশুসহ ১০ জন মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরাসি কর্মকর্তা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রোন অঞ্চলের এক দপ্তর অনুযায়ী, ছোট শহরতলির ভল্ক্স-এন-ভেলিন এলাকায় আগুনে ১৪ জন আহত হয়, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। রাত ৩টায় আগুন লাগার কিছুক্ষণ পরেই প্রায় ১৭০ জন দমকলকর্মীকে সেখানে নিয়োজিত করা হয়।
ঘটনাস্থলে থাকা একজন অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) রিপোর্টার এলাকাটির চারপাশে বেশ কয়েকটি ফায়ার ট্রাক ও নিরাপত্তা বেষ্টনী স্থাপন করতে এবং বিল্ডিংটির বিপরীতে একটি গাড়ি পার্ক এলাকায় ওই ভবনের বাসিন্দা ও আতঙ্কিত প্রতিবেশীদের জড়ো হতে দেখেন।
আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ম্যাক্রোঁ ও মেরিন লে পেন
৪৩ হাজার বাসিন্দার শহর ভল্ক্স-এন-ভেলিন রোন অঞ্চলের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে একটি।
অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন মারাত্মক এই আগুনের ঘটনাকে ‘একটি ধাক্কা’ উল্লেখ করে বলেন যে প্যারিসের দক্ষিণ-পূর্বে ৪৭০ কিলোমিটার দূরে অবস্থিত শহরতলিটিতে তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যে ভ্রমণ করবেন। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার রবিবারের চূড়ান্ত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করতে শুক্রবার লিওঁ-তে যাওয়ার কথা ছিল তার।
২০১৯ সালে প্যারিসে অগ্নিসংযোগের ঘটনায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হওয়ার পর এটি ফ্রান্সে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড।
আরও পড়ুন: অর্থনৈতিক ও সামাজিক সুবিধার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ফ্রান্স
২ বছর আগে