কোনাবাড়ী
গাজীপুরে সরকার নির্ধারিত মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধসহ ৬ দফা দাবিতে পোশাক শ্রমিকরা প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেছেন।
এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় নগরের কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে বেতন দেওয়া, ১০ ঘণ্টা কর্মদিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্মদিবস হিসেবে বেতন নির্ধারণসহ ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
আরও পড়ুন: কুমিল্লায় বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সকালে কিছু শ্রমিকরা সড়কে নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও জনান, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের দাবির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির কালো হাত আছে: কাদের
১০ মাস আগে
গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তারের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট গ্রামে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, কোনাবাড়ী উপজেলার জরুন সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকেন ওই দম্পতি। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার ভোরে নিচ তলার ফ্ল্যাটের ভেতরে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও মেঝেতে পরে থাকা স্বামীর লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে সিআইডি ও পিবিআইসহ কোনাবাড়ী থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ২ তেলবাহী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ফের আগুন
১ বছর আগে