ঢাকায় গণমিছিল
আ.লীগের জাতীয় কাউন্সিল বিবেচনায় ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বিবেচনায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ ডিসেম্বর গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে, সারাদেশে অন্যান্য সব মহানগর ও জেলায় মিছিল করার তারিখ ২৪ ডিসেম্বর রয়ে গেছে। ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আরও পড়ুন: কারাগারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে: বিএনপি
তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের যেমন আশা করেছিলেন এবং আমাদের গণমিছিলের তারিখ পরিবর্তনের অনুরোধ করেছিলেন। কারণ আওয়ামী লীগ ২৪ ডিসেম্বর ঢাকায় কাউন্সিল করবে। বিএনপি রাজনৈতিকভাবে কাজ করতে চায়। বিএনপি কোনও সংঘাত চায় না এবং সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়।
তিনি বলেন, ‘২৪ ডিসেম্বরের পরিবর্তে, আমরা ঢাকায় সমাবেশ করার জন্য একটি উপযুক্ত দিন ভেবেছিলাম এবং ৩০ ডিসেম্বর সিদ্ধান্ত নিয়েছি। এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লড়াইয়ের কথা জনগণকে মনে করিয়ে দেয়া গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ৩০ ডিসেম্বর ঢাকার কর্মসূচির ভেন্যু পরে ঘোষণা করা হবে।
তিনি সারাদেশের সকল দলের নেতাকর্মীদের গণমিছিলকে সফল করার আহ্বান জানান এবং ঢাকায় তাদের ১০ ডিসেম্বর বিকালের সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তাদেরকেও মিছিলে যোগ দেয়ার আহ্বান জানান।
এর আগে ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠের জনসভা থেকে দেশব্যাপী গণমিছিলের ঘোষণা দেয় বিএনপি।
আরও পড়ুন: কুষ্টিয়ার মিরপুরে বিএনপি'র ৯ নেতাকর্মী গ্রেপ্তার
খোকসায় পুলিশের বিরুদ্ধে বিএনপির অফিস বন্ধ করে দেয়ার অভিযোগ
২ বছর আগে