মানুষের অভাব
ঘরে ঘরে শিক্ষিত সন্তান থাকলে মানুষের অভাব থাকবে না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ঘরে ঘরে শিক্ষিত সন্তান থাকলে মানুষের অভাব থাকবে না। এছাড়া কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের চাহিদা দিনদিন বাড়ছে।
তিনি বলেন, সন্তানদের সুশিক্ষিত করে সম্পদে পরিণত করতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: এলডিসি গ্রাজুয়েশনের পর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তির দেশে বিদেশে বিপুল চাহিদা রয়েছে। এছাড়া আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। দেশে নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রত এগিয়ে যাচ্ছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। গ্রাম পরিণত হয়েছে শহরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরগাছা থানা মো. মাছুমুর রহমান।
পরে বাণিজ্যমন্ত্রী পীরগাছা উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং বাংলাদেশ ছাত্রলীগ পীরগাছা শাখা ও পীরগাছা কলেজ ছাত্রলীগের সম্মেলনে যোগদান করেন।
আরও পড়ুন: রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
২ বছর আগে