বিশ্বের সবচেয়ে খর্বাকায় জীবিত পুরুষ
বিশ্বের সবচেয়ে খর্বাকায় পুরুষ আফশিনের আদ্যোপান্ত
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইরানি তরুণ আফশিন ইসমায়েল ঘাদেরজাদেহকে বিশ্বের সবচেয়ে খর্বাকায় জীবিত পুরুষ হিসেবে ঘোষণা করা করেছে।
দুবাইয়ের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসে মা-বাবার সঙ্গে যান আফশিন। যেখানে ২৪ ঘণ্টায় তিনবার তার উচ্চতার পরিমাপ নেয়া হয়। গিনেস কর্তৃপক্ষ নতুন রেকর্ড যাচাই করে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ইউটিউবে আফশিনের একটি ভিডিও প্রকাশ করে।
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে বিশ্বের সবচেয়ে খর্বাকায় মানুষের উচ্চতা কত। আফশিনের উচ্চতা দুই ফুট এক দশমিক ছয় ইঞ্চি বা ৬৫ দশমিক ২৪ সেন্টিমিটার। যা পূর্বের রেকর্ডধারীর চেয়ে সাত সেন্টিমিটার কম। বিশ্বের সবচেয়ে খর্বাকায় মানুষের পূর্বের রেকর্ডটি কলম্বিয়ার ৩৬ বছর বয়সী এডওয়ার্ড নিনো হার্নান্দেজের দখলে ছিল, যার উচ্চতা ৭০ দশমিক ২১ সেমি।
২ বছর আগে