পল্টন
ফকিরাপুলের ঘটনায় পুলিশের সাহসিকতার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার
রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর গুলির ঘটনায় আহত সদস্যদের দেখতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, পুলিশ জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি চালানোর পরেও তারা তিনজনকে গ্রেপ্তার করেছে; মাদক এবং গাড়ি জব্দ করেছে। এটাই প্রমাণ করে যে তারা কতটা সাহসিকতা দেখিয়েছে।’
ঘটনার বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল আমাদের কাছে তথ্য ছিল— চট্টগ্রাম থেকে একটি গাড়ি আসছে, যেটার ভেতরে মাদক আছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি দল ফকিরাপুল এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়।’
‘এই সময় একটি গাড়িকে থামার সিগন্যাল দিলেও সেটি সামনে এগিয়ে যায়। প্রায় ৬০০ গজ সামনে যাওয়ার পর গাড়িটিকে থামানো হয়। এরপর গাড়ি থেকে একজন গুলি করলে আমাদের তিন পুলিশ সদস্য আহত হন।’
আহতদের মধ্যে অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার (এসি), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন বলে জানান তিনি।
আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘এএসআইয়ের পেটে গুলি লেগেছে, তবে তা কোনো অঙ্গ-প্রত্যঙ্গে না লাগায় তিনি আশঙ্কামুক্ত। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে, এরপর অস্ত্রোপচার করে গুলিটি বের করা হবে।’
‘কনস্টেবলের পায়ে গুলি লেগেছে, তাকে আজই রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হবে।’
তিনি আরও জানান, অভিযানে তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার এবং ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত
মাদক কারবারিদের চ্যালেঞ্জ করার পরও পুলিশের ওপর গুলি চালানোর বিষয়টি কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটাই তো সাহসিকতা। গুলি করার পরেও তারা তিনজনকে আটক করেছে; মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণে কাজ করেছে।’
অস্ত্র ব্যবহারে পুলিশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই ঘটনায় ভারী অস্ত্র ব্যবহৃত হয়নি, শুধু পিস্তল ব্যবহার করা হয়েছে। পুলিশের হাতে প্রয়োজনীয় অস্ত্র আছে এবং তাদের যে ধরনের অস্ত্র দরকার, সেটি ব্যবহার করেই অভিযান চালাবে।’
অপরাধীরা সুযোগ নিচ্ছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘সন্ত্রাসীরা বেশি সুযোগ নিতে পারছে না। কারণ পুলিশ সাহসিকতার সঙ্গে গুলির পরেও তাদের আটক করেছে।’
এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী, মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
১৬৮ দিন আগে
পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত
রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটের দিকে পল্টন থানাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এই ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ৯ হাজার ৫০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
আহত পুলিশ সদস্যরা হলেন— সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা ডিবির লালবাগ বিভাগের দায়িত্বে ছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, গুলিবিদ্ধ দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে যুবক খুন
ঘটনার বিষয়ে পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন খবরের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে সিপিএইচের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেট কারের গতি রোধ করার চেষ্টা করেন। এ সময় ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়।
এতে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে ও কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে এএসআই আতিক হাসান কে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সী সেন্টার (ওসেক) এ রাখা হয়েছে। আর সুজনকে ক্যাজুয়ালিটি বিভাগে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৬৯ দিন আগে
পল্টনে বহুতল ভবনে আগুন
রাজধানীর পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লেগেছে। শনিবার (৩ মে) রাত ৮টার পর এই আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ওয়ারহাউস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
তিনি জানান, আগুন লাগার ঘটনা জানানো হয়েছে আনুমানিক রাত ৮টা ২৫ মিনিটের দিকে এবং প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৮টা ৩২ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২১৫ দিন আগে
পল্টনের মানিকগঞ্জ হাউজের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ২৪ মিনিট থেকে শুরু করে সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে।
এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে এই অগ্নিকাণ্ড হয়।
চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি ‘ল’ চেম্বারে এই আগুন লাগে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সচিবালয়ের ভবনের আগুন ৩ ফ্লোরে ছড়িয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩৩২ দিন আগে
পল্টনে ১৪ তলা ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু
পল্টনে একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে লিমা নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় লিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হেলে সেখানে লিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত লিমা (১৬) ময়মনসিংহের বাসিন্দা মো. নয়নের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকা থেকে এক যুবক ডা. অনন্যা নামে এক নারী ও গৃহকর্তা খাইরুল কবির লিমাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি তারা। লিমা ভবন থেকে কিভাবে নিচে পরে যায় তা জানাতে অস্বীকার করেন তারা। লিমার দুই পা ভাঙ্গা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পল্টন থানা তদন্ত করছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
হাসপাতালে গৃহকর্তা খাইরুল কবির জানান, তাদের বাসা পুরানা পল্টন কালভার্ট রোডের ইস্টার্ন রেইনবো টাওয়ারে। ভবনের নবম তলায় স্ত্রী ও খারজিন কবির নামে ছেলেকে নিয়ে থাকেন। ভবনের ১৪ তলায় মেয়ে ডা. অনন্যা থাকেন। লিমা তাদের বাসায় দেড় বছর যাবত কাজ করত। নবম তলা ও ১৪ তলায় দুই জায়গাতেই থাকত সে। সকালে নবম তলায় আমাদের কক্ষে নাস্তা দেয় লিমা। এর কিছুক্ষণ পরে আরেক কাজের মেয়ে জানায়, লিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে নিচ থেকে নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন, কে যেন ওপর থেকে পড়ে গিয়েছে। তখন ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই লিমাকে। দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কীভাবে নিচে পড়েছে তাদের জানা নাই।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাছান জানান, লিমা পল্টনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। সকালে ভবনের ১৪ তলা থেকে নিচে পরে গিয়ে মারা যায়। বিষয়টি বিস্তারিত জানতে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
৩৪০ দিন আগে
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেট-৩ এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো .বাবুল বলেন, আজ সকাল (বৃহস্পতিবার) ১০টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
পুলিশ ধারণা করছে, নিহত ব্যক্তির বয়স ৫০ বছর হতে পারে।
আরও পড়ুন: ফেনীতে আগুনে দগ্ধ সেই পরিবারের ৩ জনের কেউই বেঁচে নেই
চট্টগ্রামে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
৬৯৩ দিন আগে
পল্টনে ইলেকট্রনিক্স গুদামের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পল্টনে একটি ইলেকট্রনিক্স গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাগা এই আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্ঠায় সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরের ৭১ নম্বর হোটেলের পাশে একটি দোতলা ভবনে স্থাপিত হামিম ইলেক্ট্রনিক্সের টিনশেড গুদামে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
আরও পড়ুন:গ্রেট ওয়াল শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
তিনি বলেন, সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটের দমকলকর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। তারা রাত ৮টা ২৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পুরোপুরি আগুন নিভতে আরও সময় লাগবে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান শাহজাহান।
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক দিল মনি শর্মা জানান, গোডাউনটি ঢেউ টিনের তৈরি। অত্যন্ত শক্ত, কোন জানালা ছিল না। তাই আগুন নিভাতে বেশ বেগ পেতে হচ্ছে। যতটুকু জানতে পেরেছি গোডাউনে কেউ ছিল না। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে সুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
১১৯৮ দিন আগে
পল্টনে ইলেকট্রনিক্স গুদামে আগুন
রাজধানীর পল্টনে একটি ইলেকট্রনিক্স গুদামে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিদ্দিক বাজারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শাজাহান শিকদার বলেন, বিজয়নগরের হোটেল ৭১-এর পার্শ্ববর্তী দোতলা একটি রেস্টুরেন্ট থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন: বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ
মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন
১১৯৮ দিন আগে
রাজধানীতে ট্রাকচাপায় যুবক নিহত
রাজধানীর পল্টন এলাকায় বুধবার ভোরে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত পোল্ট্রি ব্যবসায়ী মো. সোহাগ (২৫) নোয়াখালী জেলার বাসিন্দা।
এক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার ভোররাতে সোহাগ ব্যাটারি চালিত অটোরিকশায় করে কয়েকটি মুরগি নিয়ে খিলগাঁও যাওয়ার পথে রাজউক ভবনের সামনে একটি ট্রাক তাদের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে আহত হন।
আরও পড়ুন: মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
১৩৪৫ দিন আগে
পল্টনে বাম জোটের হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতাল পালনকালে রাজধানীর পল্টন মোড়ে হরতালের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে।
ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ইউটিলিটি সার্ভিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) অর্ধদিবস হরতালের ঘোষণা দেয়। সোমবার দুপুর ১২টার দিকে দেশব্যাপী ডাকা তাদের এ হরতাল শেষ হয়।
রিয়াজ মন্টু নামে এক হরতাল সমর্থক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। কিন্তু দুপুর ১২টার দিকে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে।’
আরও পড়ুন: বাম জোটের হরতাল: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০
হরতাল সমর্থকরা রাজধানীর পল্টন মোড়ে মিছিল বের করে এবং সকাল থেকে কাকরাইল থেকে জিপিও মোড় এবং প্রেসক্লাব থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
বামপন্থী নেতা-কর্মীরা শাহবাগ মোড়ও অবরোধ করেন।
সহকারী কমিশনার (ট্রাফিক-শাহবাগ) মো. নুরুন নবী জানান, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ এবং প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত যানবাহন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে এবং এর ফলে রাজধানীর অন্যান্য স্থানেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: বাম জোটের হরতাল: খুলনায় মিছিলের প্রস্তুতিকালে আটক ৬
সোমবার সকাল ৬টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলে।
এর আগে ১১ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাকে এলডিএ।
১৩৪৭ দিন আগে