হুসেন আলী
নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে হুসেন আলী (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাচোল রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুসেন আলী ওই উপজেলার গুঠাইল গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
নচোল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম জানান, হুসেন আলী সকাল ১১টার দিকে নাচোল রেল স্টেশনের পশ্চিম দিকে রেললাইনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটারট্রেনটি দ্রুত চলে এলে তিনি রেল লাইন থেকে সরবার আগেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ পাঠানো হয়েছিলো। তবে ঘটনাস্থল রেললাইন হওয়ায় এটি দেখার বিষয় রেলওয়ে পুলিশের।
এছাড়া জিআরপি পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো রাজমিস্ত্রি
২ বছর আগে