সোনারগাঁয়
সোনারগাঁয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে পণ্ড হয়ে যায় বিজয় দিবসের অনুষ্ঠান।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক মো. রেজাউল করিম ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বিশৃঙ্খলা এড়াতে সোনারগাঁ উপজেলা প্রশাসন বিজয় দিবসে উপজেলা পরিষদ চত্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য দুই গ্রুপকে আলাদা সময় নির্ধারণ করে দেয়। তবে তারা একই সময় শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছেন। আহতরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা মামুন, আব্দুল আলী, সোলায়মান, কবির হোসেন, মাসুদ মিয়া প্রমুখ। তাৎক্ষণিক বাকিদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেজাউল করিমের লোকজনের উপর প্রথমে হামলা করে মান্নানের লোকজন। তারা রেজাউল করিমের লোকজনের উপর হামলার পুর্ব প্রস্তুতি নিয়েই আসে। এসময় রেজাউল করিমের লোকজন প্রতিহত করতে গেলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষ হয়। এ সম্পর্কে জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম জানান, আমরা শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করছিলাম। তখন মান্নানের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি।
৬ দিন আগে
সোনারগাঁয়ে খেলা পাগলের কাণ্ড!
কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। রাতেই আর্জেন্টিনা মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
আর এই ফাইনাল খেলার আগে অন্যরকম এক কাণ্ড ঘটিয়েছেন নারায়ণগঞ্জের এক ব্রাজিল সমর্থক। দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি।
দুধ দিয়ে গোসল করা ওই ব্রাজিল সমর্থক নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর গ্রামের মো. জুয়েল রানা। তিনি একজন ব্যবসায়ী।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে খর্বাকায় পুরুষ আফশিনের আদ্যোপান্ত
তার গোসলের ৪ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলার হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আর্জেন্টিনার সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে জুয়েল রানা জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি।
দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার, আর নেইমার এর অভিনয় মোটেই ভালো লাগেনা।
আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে একটি মগে করে জুয়েল মাথায় দুধ ঢালছেন। এসময় স্থানীয় আর্জেন্টিনার সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন তুষার এর নেতৃত্ব তিনি আজীবন আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকবেন বলেও জানান।
জুয়েল রানা ব্রাজিলের সমর্থক ছিলেন। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া তিন গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে তিনি আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মেম্বার আবুল হোসেন তুষার বলেন, সোনারগাঁ উপজেলায় আর্জেন্টিনার সমর্থক বিপুল। আর্জেন্টিনা একটি সেরা দল, জুয়েল রানার মাঝে সেই বোধোদয় জন্মেছে, সেজন্য তাকে শুভেচ্ছা জানাই।
এসময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে সাধুবাদ জানান।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী শুরু
২ বছর আগে