নিহত ১৯
আফগানিস্তানে জ্বালানি ট্যাঙ্কার টানেলে বিস্ফোরণ, নিহত ১৯
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরের পারওয়ান প্রদেশে একটি টানেলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
রবিবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ২১
কাবুলের প্রায় ৮০ মাইল উত্তরের সালং টানেল মূলত ১৯৬০ সালে সোভিয়েত আক্রমণে সহায়তা করার জন্য নির্মিত হয়েছিল। এটি দেশের উত্তর ও দক্ষিণের মধ্যে একটি মূল সংযোগ।
পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইদ হিমাতুল্লাহ শামীম বলেছেন, শনিবার রাতে টানেল বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, জীবিতরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।
তিনি বলেন, রাত সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
স্থানীয় কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগান জানান, পারওয়ানের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ১৪ জন নিহত এবং ২৪ জন আহত রোগীর সন্ধান পেয়েছে।
তিনি বলেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে এবং বাকিরা পুরুষ যারা গুরুতরভাবে দগ্ধ এবং তাদের চেনা যাচ্ছে না।
দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ রবিবার সকালে বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কর্মরত দলের সদস্যরা এখনও টানেলটি পরিষ্কারের কাজ করছে।
আরও পড়ুন: আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে মর্টার বিস্ফোরণে নিহত ৪, নিখোঁজ ২০
আফগানিস্তানে ৯ নারীসহ ২৭ জনকে জনসমক্ষে বেত্রাঘাত
২ বছর আগে