গাড়ির ধাক্কা
কুমিল্লায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় মাহমুদুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের গোলাই করা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুর রহমান (২৮) যশোরের চৌগাছা থানার মডেল পাড়া গ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে। তিনি ফেনীর সোনাগাজী থানার এসিআই কোম্পানির মার্কেটিং অফিসার ছিলেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান শনিবার কুমিল্লা থেকে মোটরসাইকেল করে ফেনী সোনাগাজীর উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম আল করা ইউনিয়ন গোলাই করা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক মহরম আলী জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২ মাস আগে
ঢাকার সবুজবাগে দ্রুতগামী গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর সবুজবাগ এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
আজ ভোর ৫টার দিকে বাশাবো হাইওয়ে মসজিদের কাছে এ ঘটনা ঘটে বলে জানান সবুজবাগ থানার উপ-পরিদর্শক সবুজর আলী।
নিহতের নাম রিপন(৩৫)। তিনি খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় থাকতেন এবং কমলাপুর আইসিডিতে গাড়ি ধোয়ার কাজ করতেন।
উপপরিদর্শক বলেন, সকাল ৮টায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একটি দ্রুতগামী প্রাইভেটকার বা একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।’
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করা যায়নি বলে জানান এসআই।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সৈয়দ মারুফ হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার শিমরাইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ মারুফ হোসেন লক্ষ্মীপুরের রায়পুরের মীর বাড়ি কেরোয়া এলাকার সৈয়দ আমির হোসেনের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগামী লেনে দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ি মারুফের মোটরসাইকেলটিকে (যার নং নোয়াখালী-ল-১১-৫৯০৩) পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু ঘটে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত গাড়ির চালক দ্রুত পালিয়ে গেছে। তাই এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
এছাড়া জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
২ বছর আগে