সমাপনী অনুষ্ঠান
রোমাঞ্চকর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে কাতার বিশ্বকাপের
ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচের মধ্য দিয়ে আজ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পর্দা নামছে।
৬৩ টি ম্যাচ এবং দীর্ঘ প্রায় এক মাসের বিশ্বকাপ অভিযানের পর রবিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশি সময় রাত ৯টা) লুসাইল স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও এমবাপ্পের ফ্রান্স।
ফিফার ঘোষণা অনুযায়ী, ফাইনালের আগে রোমাঞ্চকর এক সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করবে আয়োজক দেশ কাতার। আর তাই রোমাঞ্চকর এই অনুষ্ঠান যাতে দর্শকেরা মিস না করে, তাই খেলা শুরুর দেড় ঘণ্টা আগেই দর্শকদের নির্ধারিত আসনে বসার অনুরোধ করা হয়েছে।
৮৮ হাজার মানুষ লুসাইল স্টেডিয়ামে বসে যে সমাপনী অনুষ্ঠান উপভোগ করবেন, তা আজীবন তাদের মনে থাকবে বলে আশা করা হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে ১৫ মিনিটের মধ্যে তিনটি গান পরিবেশন করা হবে।
‘নাইট টু রিমেম্বার’ গানটির সংকলনে চলবে এবারের বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও।
বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ এর সুরের মূর্চ্ছনায় দর্শকদের মোহিত করবেন মার্কিন গায়ক ডেভিডো এন্ড আয়েশা।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০২২: শীর্ষ তারকা খেলোয়াড় কারা
এরপর বিশ্বকাপের আরেক থিম সং ‘আরবো’ গাইবেন অজুনা ও গিডস।
‘লাইট দ্য স্কাই’ গানে মঞ্চ মাতাবেন বলিউড তারকা নোরা ফাতেহি, বালকিস, রহমা রিয়াদ ও মানাল।
প্রাইজ মানি
এরপর মাঠের লড়াই শেষে চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পাবে বাংলাদেশি টাকায় ৪২০ কোটি টাকার প্রাইজ মানি।
এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোলদাতার মতো বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার।
রানার্সআপরা পাবে ৩০০ কোটি টাকা এবং ক্রোয়েশিয়া ২৭০ আর মরক্কো পেয়েছে ২৫০ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে ১৭০ কোটি টাকা।
দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া দলগুলো প্রত্যেকে পাবে ১৩০ কোটি টাকা এবং গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো পাবে ৯০ কোটি টাকার প্রাইজ মানি।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম ফ্রান্স লাইভ স্ট্রীমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
মেসি-আলভারেজ জাদুতে ৩-০ গোলে ফাইনালে আর্জেন্টিনা
২ বছর আগে