মিরপুর-১
রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় শিশুর মৃত্যু
রবিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনিক্যাল মোড় থেকে মিরপুর-১ সড়কে একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর রাইসা (২) বাসা মিরপুরের শাহ আলীবাগ এলাকায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার জানান, এ ঘটনায় বিআরটিসি বাসের চালক আলামিন (৩৬) সহ বাসটি আটক করা হয়েছে।
ওসি জানান, ছোট শিশুর রাইসা তার মায়ের সঙ্গে টেকনিক্যাল মোড় থেকে রিকশায় মিরপুর-১ এর দিকে যাচ্ছিল। তাদের পাশ দিয়ে একটি অটো রিকশা যাওয়ার সময় রিকশা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় প্যাডেল চালিত রিকশায় থাকা নিহত শিশু রাইসা ও তার মা রিকশা থেকে পড়ে যান। রাইসা পড়ে গিয়ে পিছনে থাকা বিআরটিসি বাসের চাকার নিচে চলে যায়। ফলে তার মাথা পিষ্ট হয়ে শরীর থেকে মাথার খুলি আলাদা হয়ে যায়। ফলে মাথার কোন অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। মস্তকবিহীন লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় খেলার সময় গাছ উপড়ে শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
২ বছর আগে