সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শাবিপ্রবিতে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
হারলেই আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন এবারের মতো শেষ হত। সেই সঙ্গে শেষ হত বিশ্বসেরা ফুটবলার মেসির বিশ্বকাপ ছুয়ে দেখার স্বপ্ন। কনকনে শীত ও শিক্ষার্থীদের চলমান পরীক্ষার পড়াশোনা উপেক্ষা করে সমর্থকরা অধীর আগ্রহে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড় পর্দায় খেলা দেখার জন্য। কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল খেলায় আর্জেন্টিনার জয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সমর্থকেরা।
শুধু বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ নয়, এই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখতে পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও আবাসিক হলগুলোর টিভি রুমগুলোতেও।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ১০দিনব্যাপী 'কিনে'র বইমেলা
আর্জেন্টিনা সমর্থক সিভিল এনভায়রনমেন্টাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাশিদ মুজাহিদ রাফি বলেন, আর্জেন্টিনা অবশ্যই ভালো খেলে। কিন্তু ভাগ্য তাদের বিশ্বকাপের বেলায় ভালোভাবে সঙ্গে থাকেনি। তাদের পরিশ্রমই বলে দেয় একটা বিশ্বকাপ আর্জেন্টিনার প্রয়োজন। আজকে তা পেয়ে গেলো। মেসিসহ আর্জেন্টিনার সকল খেলোয়াড়দের প্রতি শুভকামনা।
বাংলা বিভাগের শিক্ষার্থী রাসেল সরকার বলেন, বৃহস্পতিবার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্সের ফাইনাল পরীক্ষা। জীবনে পরীক্ষার মতো অনেক বিষয় আসবে। তবে মেসির বিশ্বকাপ জয়ের খেলা দেখার সুযোগ জীবনে দ্বিতীয়বার হয়তো আসবেনা। আর্জেন্টিনার এই জয়টা বাড়তি আনন্দ দিয়েছে।
ক্যাম্পাসে মুক্তমঞ্চে বড় পর্দার খেলা দেখার আয়োজক শাবিপ্রবি ছাত্রলীগ নেতা সজীবুর রহমান বলেন, খেলার মধ্যবর্তী পরিস্থিতি অনেক দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল। তবে শেষ বেলায় আর্জেন্টিনার জয় দিয়েছে আনন্দ। ফাইনাল খেলার পূর্বেই ঘোষণা দিয়েছিলাম আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হলে দুইটি খাসি জবাইয়ের মাধ্যমে ভূড়িভোজের আয়োজন করবো। বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুইটি খাসি জবাই দিয়ে ভূড়িভোজের মাধ্যমে আর্জেন্টিনার এই জয় উদযাপন করা হবে।
আরও পড়ুন: মানসিক রোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ৮৫% শিক্ষার্থী সচেতন: শাবিপ্রবির গবেষণা
শাবিপ্রবির গবেষণা: হাওরের ইকোসিস্টেম সার্ভিসে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণ
২ বছর আগে