‘কিল হিম’
নতুন সিনেমার লুক প্রকাশ করলেন অনন্ত জলিল
অভিনয়ের পাশাপাশি নিজের সিনেমা প্রযোজনাও করেন অনন্ত জলিল। তবে এবার ঘটছে ভিন্ন ঘটনা। প্রথমবার নিজের প্রযোজনার বাইরের সিনেমায় চিত্রনায়ক হিসেবে দেখা যাবে তাকে। তবে তার বিপরীতে বরাবরের মতো দেখা যাবে চিত্রনায়িকা আফিয়াত নুসরাত বর্ষাকে।
‘কিল হিম’ শিরোনামে নতুন সিনেমাটির শুটিংয়ে এরইমধ্যে অংশ নিয়েছেন অনন্ত জলিল। তার ভেরিফাইড ফেসবুক পেজে সিনেমার লুকের একটি ভিডিও প্রকাশন করেন তিনি। ‘সুনান মুভিজ’র ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।
জানা যায়, ‘কিল হিম’-এর জন্য বডি বিল্ডিং থেকে শুরু করে মার্শাল আর্ট প্র্যাকটিস করেছেন অনন্ত জলিল। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।
আরও পড়ুন: ঈদুল ফিতরে আসছে দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’
ছাড়পত্র পেল ‘আদিম’, এখন মুক্তির অপেক্ষা
অনম বিশ্বাসের সিনেমায় শুভর বিপরীতে ফারিয়া
২ বছর আগে