আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২
সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরকদের পুরস্কৃত করলো রোমে বাংলাদেশ দূতাবাস
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উপলক্ষে ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরক পাঁচ প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করেছে।
সোমবার (১৯ ডিসেম্বর) চ্যান্সারিতে এক অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।
২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে ইতালি থেকে শীর্ষ রেমিট্যান্স প্রেরক হিসেবে এই পাঁচ বাংলাদেশি পুরস্কার পেয়েছেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান প্রাপকদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা এবং সনদপত্র ও ক্রেস্ট বিতরণ।
আলোচনা পর্বের শুরুতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আশিফ আনাম সিদ্দিক প্রবাসীদের অধিকার সংরক্ষণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এই প্রেজেন্টেশনের বিষয় ছিল আইনি মাধ্যমে আরও রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করা এবং এ ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা নিয়ে।
আরও পড়ুন: সব কূটনীতিকদের সম্পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
পুরস্কারপ্রাপ্তরা কেউ কেউ ব্যক্তিগতভাবে এবং কেউ কেউ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। পুরস্কারপ্রাপ্তরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং তাদেরকে দেয়া স্বীকৃতির জন্য দূতাবাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত আহসান মূল্যবান রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করে সকল পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে বিদেশে শ্রমিক পাঠানোর পথ সুগম হয়।
আহসান বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি প্রবাসীবান্ধব সরকার এবং সরকারের গৃহীত বড় পদক্ষেপগুলো তুলে ধরেন।
আহসান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকার আইনি অভিবাসনের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন- ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এর ডিরেক্টর লরেন্স হার্ট এবং জনতা এক্সচেঞ্জ (জেইসি) এসআরএল এর ডিরেক্টর জিওভানি ইম্বারগামো।
তারা উভয়েই প্রবাসীদের কল্যাণে এবং দেশের অভিবাসীদের অবদানের জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি দিবসটির বৈশ্বিক প্রেক্ষাপট ভাগ করে নেন।
'স্বতন্ত্র ক্যাটাগরিতে (পুরুষ) ২০২২ পুরষ্কারপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, মো. মাহফুজুল হক, উদ্দিন জিয়া এবং 'ব্যক্তিগত বিভাগে (নারী) হলেন আঁখি অ্যাগনেস গোমেস এবং মেহেনাস তাব্বাসসুম।
আইনি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকে উত্সাহিত করতে, রোমের বাংলাদেশ দূতাবাস ২০১৯ সালে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ চালু করেছে।
অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্তরা এবং তাদের পরিবারের সদস্যরা এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত: পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা
২ বছর আগে