উদ্ধার ব্যক্তি
হাতিরঝিল থেকে উদ্ধার ব্যক্তির ঢামেক হাসপাতালে মৃত্যু
রাজধানীর হাতিরঝিল থেকে উদ্ধার হওয়া অচেতন এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার হাতিরঝিল এলাকায় ফুটপাথের পাশে অচেতন অবস্থায় পাওয়া ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কারাগারে হঠাৎ অসুস্থ বিএনপি নেতার হাসপাতালে মৃত্যু
হাতিরঝিল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহমত উল্লাহ রনি জানান, সকাল ১০টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
তিনি বলেন, সকাল ১১টার দিকে হাসপাতালের একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ওই ব্যক্তির পরনে কালো জ্যাকেট ও বাদামি প্যান্ট ছিল।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন সদস্যরা তার পরিচয় জানার চেষ্টা করছেন এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীর ঢামেক হাসপাতালে মৃত্যু
নাটোরে পুলিশের স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
২ বছর আগে