আরোহীর
ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকচাপায় আশরাফ আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত
নিহত আফছার আলী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিম বেতগ্রাম এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পলাশবাড়ী বন্দর থেকে একটি মোটরসাইকেলে করে দুইজন রংপুরে যাচ্ছিল। এসময় পলাশবাড়ী পৌরশহরের মহেশপুর ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আফছার আলী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে বালুবোঝাই ট্রাক চাপায় ফল ব্যবসায়ী নিহত
জকিগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
২ বছর আগে