ট্রাক-সিএনজির সংঘর্ষ
ফটিকছড়িতে ট্রাক-সিএনজির সংঘর্ষে যুবক নিহত
ফটিকছড়িতে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। এসময় আরও তিন অটোরিকশার যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের গর্জন বাগান এলাকায় হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নিহত পারভেজ (২৭) দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, দাঁতমারা থেকে একটি সিএনজি অটোরিকশা ফটিকছড়ির কাজিরহাটে যাচ্ছিল। এসময় বনানী গর্জন বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পারভেজ মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, নিহত পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভালুকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ২
মতলব দক্ষিণে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নারী নিহত, আহত ৫
১ বছর আগে